পাথর বোঝাই ডাম্পারের সাথে দুটি ছোট গাড়ির মর্মান্তিক দুর্ঘটনা ধূপগুড়িতে
সুব্রত রায়, ধূপগুড়ি: ধূপগুড়িতে মর্মান্তিক দূর্ঘটনা, পাথর বোঝাই ডাম্পারের নীচে দুটি ছোট গাড়ি। যারফলে বেশ কয়েকজনের মৃত্যুর আশংকা করা হচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
জানা গেছে প্রতিদিনই শয়ে শয়ে ওভারলোডিং বালি পাথর বোঝাই ডাম্পার এই রাস্তায় চলে। এমনকি এর আগেও বেশ কয়েকটি ডাম্পার দূর্ঘটনার কবলে পড়েছে। তবে এদিন রাত প্রায় নয়টা নাগাদ জলঢাকা ময়নাতলি সংলগ্ন একটি পেট্রলপাম্প এলাকায় একটি পাথর বোঝাই ডাম্পার উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে ডাম্পারটি একটি ছোট অল্টো এবং মারুতি গাড়ির উপরে উল্টে পড়ে। সেই অল্টো এবং মারুতি গাড়িতে ঠিক কতজন যাত্রী রয়েছেন তা জানা যায়নি। তবে সূত্র মারফত জানা গেছে একটি শিশুসহ জন যাত্রী রয়েছেন । ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে ধুপগুড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা উদ্ধারকার্য চালাচ্ছেন। ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।