স্কুলের খেলার মাঠ দখল করে অবৈধ নির্মাণ কাজের অভিযোগ চারেরবাড়িতে
ময়নাগুড়ি, ২৩ জানুয়ারি : স্কুলের মাঠ দখল করে তাতে অবৈধ ভাবে নির্মাণ কাজ চালানোর অভিযোগ উঠলো চারেরবাড়ি এলাকায়। জানা গেছে, বেতগাড়া চারেরবাড়ি নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে এক ব্যক্তি তার দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেন। কিন্তূ তার সেই কাজ ক্রমশ মাঠের বেশ কিছু অংশে প্রবেশ করে বলে অভিযোগ। এরপর এই ঘটনা জানার পর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র,বর্তমান ছাত্র, অভিভাবক সহ মাঠ প্রেমীরা কাজ বন্ধ করে দেন এবং প্রধান শিক্ষক সহ বিদ্যালয় পরিচালন কমিটিকে জানানো হয়। কিন্তূ তাতেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন মাঠ প্রেমী খেলোয়াড়রা। সেই কারণে গত ১৮ জানুয়ারি এই বিষয়টি লিখিতভাবে অভিযোগ জানান ময়নাগুড়ির বিডিওর কাছে। কিন্তূ সময় পেরিয়ে গেলেও এখনো কোনো সমাধান না মেলায় প্রাক্তন ছাত্র ছাত্রী, বর্তমান পাঠ রত ছাত্র ,অভিভাবক সহ মাঠ প্রেমীরা আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তারা। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পল্লব সরকার বলেন, “এভাবে হুট করে এসে মাঠের ভিতরে কাজ শুরু করেছেন। তিনি একবারও কাউকে জানানোর প্রয়োজন বোধ করলেন না। আমরা এর সমাধান দ্রুত না হলে বৃহত্তর আন্দোলনে নামবো।” মাঠ প্রেমী এক খেলোয়াড় অজয় রায় বলেন, ” এই মাঠ আমাদের সকলের মাঠ। এভাবে গায়ের জোরে দখল করা উচিত নয়।” এক অভিভাবক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ” আমরা এর সুস্থ সমাধান চাই। স্কুলের প্রধান শিক্ষক কি এসব দেখতে পান নি। যখন কাজ শুরু হয় তখন তিনি কি করছিলেন। ওনাকে অভিযোগ জানানোর পর ডেকে এনে বিষয়টি দেখাতে হয়েছে। ” এই বিষয়ে বেতগাড়া চারেরবাড়ি নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় ভৌমিক বলেন, ” দেখা যাচ্ছে আপাতত কাজ বন্ধ রেখেছেন উনি। স্কুলের পক্ষ থেকে উপর মহলে জানানো হয়েছে। অভিযোগকারীর পক্ষ থেকে বিডিওকেও স্মারকলিপি দেওয়া হয়েছে। যা ব্যবস্থা নেবে এখন প্রশাসন নেবেন।”