নাবালিকার বিয়ে বন্ধে মুচলেকা দিল উভয় পরিবার
ময়নাগুড়ি, ২৫ জানুয়ারি: নাবালিকার বিয়ে বন্ধ করে মুচলেকা করলেন উভয় পরিবার। জানা গেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেতগাড়া এলাকায় মামার বাড়িতে থাকতো বছর ২৩ এর যুবক। তার বাড়ি ঘোকসাডাঙ্গা এলাকায় । তার সাথে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত এক নাবালিকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাক্রমে সেই নাবালিকা মেয়েটিও তার দাদুর বাড়িতে থেকে পড়াশোনা চালাতো। এমতাবস্থায় উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর তার জেরে তড়িঘড়ি বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয় নাবালিকার পরিবার। কিন্তূ এই খবর গোপন সূত্রে পেয়ে বিয়ে বন্ধ করলেন ময়নাগুড়ি ব্লক প্রশাসন সহ স্থানীয় পঞ্চায়েত সদস্য। সোমবার ময়নাগুড়ির আইনি সহায়ক অমিত রায়ের উপস্থিতিতে উভয় পক্ষ মুচলেকা করে নেন। তারা উভয় পক্ষই সম্মতি জানায় নাবালিকার উপযুক্ত বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না। এদিন সেখানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লক আইনি সহায়ক অমিত রায়, শিক্ষক প্রসেনজিৎ রায়, মেঘলাল সরকার, দিলিপ রায়, শিব চরণ দাস সহ স্থানীয় পঞ্চায়েত সদস্য।