উছলপুকুরিতে দুয়ারে সরকার কর্মসূচির শেষ পর্যায়ে ভিড় নেই বললেই চলে
উছলপুকুরিঃ পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার কর্মসূচী আগামি বিধানসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেসের তুরুপের তাস হতে চলেছে, এমনটাই অভিমত রাজনৈতিক মহলের। ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ও পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চারটি পর্যায়ে। প্রতিটি পর্যায়ে রেকর্ড পরিমানে ভিড় হওয়ায় আরও একবার অর্থাৎ পঞ্চম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি চলছে। লক্ষ্য করা যাচ্ছে যে আগের চারটি পর্যায়ের তুলনায় শেষ অর্থাৎ পঞ্চম পর্যায়ে ভিড় নেই বললেই চলে। বৃহস্পতিবার মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরির দুয়ারে সরকার কর্মসূচিতে ঠিক এরকমটাই চিত্র লক্ষ্য করা গেলো। আগের পর্যায়গুলিতে ভিড় সামাল দিতে নাজেহাল হতো পুলিশ প্রশাসনের। কিন্তু পঞ্চম পর্যায়ের কর্মসূচিতে পুলিশ প্রশাসন আরামে চেয়ারে বসে থাকলেন। কর্মরত কর্মীরাও অবাক যে, পঞ্চম পর্যায়ে একেবারেই ভিড় নেই। আর এ থেকে অনুমান করা হচ্ছে যে বিভিন্ন সরকারি প্রকল্পে সকলের নাম নথিভুক্ত করা প্রায় শেষ। এখন শুধু সেই সব প্রকল্পের সুবিধা পাওয়ার অপেক্ষা। তবে দুয়ারে সরকারে নাম নথিভুক্ত করার পর সুফল মিলছে বলে জানালেন অনেকে। জাতি শংসা পত্র থেকে শুরু করে স্বাস্থ্য সাথী, জয় বাংলা ভাতা প্রভৃতিতে রেকর্ড পরিমানে নাম নথিভুক্ত হয়েছে। নাম নথিভুক্তর পর অনেকের হাতে চলে এসেছে জাতি শংসা পত্র সহ স্বাস্থ্য সাথীর কার্ড। আর এসব পেয়ে খুশি সাধারন মানুষ। তাই আগামি বিধানসভা নির্বাচনে তুরুপের তাস হতে চলেছে দূয়ারে সরকার কর্মসূচী, এমনটাই কিন্তু মনে করছেন অনেকে।