ধূপগুড়িত ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা হয়া গেইল নাথুয়াত

সুব্রত রায়, ধূপগুড়ি: ধূপগুড়িত অনুষ্ঠিত হৈল ৩২ বছরিয়া ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা। শুকুর বার ব্লকের নাথুয়া চৌরাস্তা বানিয়াপাড়া হাই স্কুলের মাঠত প্রতিযোগিতার মুকুলন অনুষ্ঠানত হাজির আছিলেক মহকুমাশাসক সুদীপ পাল, পঞ্চাইত সমিতির সভাপতি দিনেশ মজুমদার, জেলা পরিষদের সদস্যা মমতা সরকার বৈদ্য সাথত ব্লকের তাগিলা অঞ্চলের প্রধান, উপপ্রধান সোদে ভেল্লা ডাঙরিয়া। জানা গেইসে এইদিনের প্রতিযোগিতাত ১২ টা গ্ৰাম পঞ্চায়েতের ৪৮ জন প্রতিযোগী/ প্রতিযোগিনী অংশ নিসে । চটকা আর দরিয়া দুইটা বিভাগ থাকি পইলা আর দুতিয়া থান পাওয়া মোট চাইরজন রাইজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতাত যাবার সুযোগ পাবে। ধূপগুড়ি পঞ্চাইত সমিতির সভাপতি দিনেশ মজুমদার কন,” করোনার কারণত এইবার জাঁকজমক করি ব্লক ভাওয়াইয়া প্রতিযোগিতা আয়োজন করা হয় নাই। একদিনের এই প্রতিযোগিতাটা ধূপগুড়ির ভিতিরা নাথুয়াত আয়োজন করা হৈসে। মেলাদিন থাকি অনুষ্ঠান না হওয়ায় এই ভাওয়াইয়া অনুষ্ঠানত বগলাবগলি মানষিলার ভালো সাড়া পাওয়া গেইসে।”বগলের অঞ্চলের আধিকারিক আয়ুব হোসেন কইলেক,” ১২ টা অঞ্চলের মোট ৪৮ জন প্রতিযোগী ভাওয়াইয়া প্রতিযোগিতাত অংশ নিসে। চটকা আর দরিয়া বিভাগ থাকি দুইজন করি মোট চাইরজন রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতাত সুযোগ পাবেন।” দড়িয়া বিভাগত পইলা থান পান গীতাঞ্জলি রায়, দুতিয়া সত্যবান রায়, তৃতীয়া জয়শ্রী রায়। চটকা বিভাগত পইলা থান পায় পিংকি রায়, দুতিয়া হয় বিশ্বমিত্র রায়, তৃতীয়া দীপিকা রায় অধিকারি। উত্তরবঙ্গের প্রাণের গান এদিনের ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতাত দর্শকলার উপস্থিতি ছিল যথেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *