বিএসএফের সামাজিক কর্মসূচি
রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ, ২ ফেব্রুয়ারিঃ সামাজিক কর্মসূচি অনুষ্ঠানের মাধ্যমে বিএসএফ এর ৫১ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে রাজগঞ্জের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, ক্লাব ও গ্রামবাসীদের মধ্যে করোনাকালীন সুরক্ষা সামগ্রী ও খেল সরঞ্জাম বিতরণ করা হয়। এই উপলক্ষে মঙ্গলবার সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের জুম্মাগছ সীমান্ত চৌকিতে ৪টি প্রাথমিক বিদ্যালয়কে স্যানিটাইজার স্প্রে, স্যানিটাইজার স্ট্যান্ড, মাস্ক সহ খেলার সামগ্রী,কয়েকটি ক্লাবকে কেরাম বোর্ড ও গ্রামবাসীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার, ব্লিচিং পাউডার, গ্লাভস সহ নানান সামগ্রী বিলি করা হয়। এই বিষয়ে বিএসএফ এর ৫১ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট কে ওমেশ জানান, প্রতিবছরের মত এবছরও সামাজিক কর্মসূচি অনুষ্ঠান করা হল।অনুষ্ঠান থেকে গ্রামবাসী ও স্কুলকে বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের আধিকারিক বি এল মিনা এবং এসকে পাল, জাকির খান প্রমূখ।