উদ্বোধন হবার পরেও রাজ্যের দীর্ঘতম জয়ী সেতুতে যান চলাচলে নিষেধাজ্ঞা

বিষ্ণুপদ রায়,হলদিবাড়ি: রাজ্যে দীর্ঘতম জয়ী সেতু উদ্বোধনের এক সপ্তাহ না কাটতেই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল যান চলাচল। গত সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে বেলতলীর তিস্তা নদীর উপর রাজ্যে দীর্ঘতম জয়ী সেতুর ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শুরু হয় যান চলাচল। যদিও এর তাল কাটতে না কাটতেই পূর্ত দপ্তরের নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চলতি মাসের ৭-১৭তারিখ পর্যন্ত এই দশদিন সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে।পূর্ত দপ্তরের তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজেশ কুমার সিংহ জানান, নিয়ম অনুযায়ী নবনির্মিত সেতুতে যানচলাচলের অনুমতি দেওয়ার আগে সেতুটির স্বাস্থ্য পরীক্ষা করতে হয়। দেখা হয় সেতুর ভারবহন ক্ষমতা ঠিক কতটা। তারপর পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা ফিটনেস সার্টিফিকেট দিলেই সেতুর উপর দিয়ে যান চলাচলের প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়। সেই কারণে আগামী রবিবার থেকে সেই পরীক্ষার কাজ শুরু করা হবে। অন‍্যদিকে এখনো মেখলিগঞ্জের দিক থেকে সেতুর গোড়া পযর্ন্ত বেশ কিছু জায়গায় সংযোগ রাস্তার কাজ শেষ হয়নি। তাই সাময়িকভাবে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *