এ বছর সরস্বতী পূজার বরাত কম পেয়েছেন মৃৎশিল্পীরা

বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: করোনার প্রভাবে গত বছর তেমন ব্যবসা না হওয়ায় মৃৎশিল্পীদের আর্থিক সমস্যায় হয়েছিল। আগামী মাসের মাঝামাঝি সরস্বতী পুজো। কিন্তু বিদ্যালয় বন্ধ থাকায় পুজো নিয়ে সেরকম আশাবাদী নন হলদিবাড়ির মৃৎশিল্পীরা। সে কারণে এবার হলদিবাড়ির বেশিরভাগ মৃৎশিল্পী খুব কম প্রতিমা তৈরি করেছেন। হলদিবাড়ি ব্লক শহর হওয়াই হলদিবাড়ি তে কিছু বিদ্যালয়ের পাশাপাশি প্রচুর কোচিং সেন্টার রয়েছে ।সেই সঙ্গে পুরো এলাকার বিভিন্ন সরস্বতী পুজো হয়। কিন্তু এবছর করোনার কারণে পুজোর আয়োজনে ভাটা পড়বে বলেই হলদিবাড়ির মৃৎশিল্পীরা মনে করছেন। হলদিবাড়ির মৃৎশিল্পী বাবু পাল বলেন, এখনো সরস্বতী পুজোর প্রতিমার অর্ডার হয়নি ।গত বছর প্রায় সব প্রতিমা বিক্রি হয়েছিল। এ বছর পুজোয় করোনার প্রভাব পড়বে। তাই গতবারের তুলনায় কম প্রতিমা তৈরি করছি। অপর মৃৎশিল্পী স্বপন পাল বলেন, গত বছর ৫০টি সরস্বতী প্রতিমা তৈরি করেছিলাম। এবার সরস্বতী পুজো নিয়ে চিন্তিত রয়েছি। করোনা সংকটের কারণে দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ । গ্রামগঞ্জেও পুজোর সংখ্যা কমেছে। ৪০০ টাকা থেকে ২০০০ টাকা মূল্যের ৩৫টি প্রতিমা তৈরি করছি।বিদ্যালয় বন্ধ থাকলেও পাড়ায় ও বাড়িতে পুজো হবে বলেই আশা করছি। মৃৎশিল্পী হরে কৃষ্ণ পাল বলেন করোনার প্রভাব কাটেনি।ব্যবসা খারাপ যাচ্ছে। তবুও পুজো হবে বলে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *