কামতাপুরী ভাষা আকাদেমির উদ্যোগে দুইদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হল চোপড়ার প্রেমচাঁদ গছ
জয়দেব গোপ,চোপড়া: কামতাপুরী ভাষা আকাদেমির উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় দুইদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হল মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের প্রেমচাঁদ গছ প্রাথমিক বিদ্যালয় মাঠে। এদিন বিকেলে স্থানীয় লোকশিল্পীদের দ্বারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর উত্তরবঙ্গের বিখ্যাত বৈরাতি নিত্য এবং ভাওয়াইয়া গান পরিবেশন করেন দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা থেকে আগত তরাই সংস্কৃতি সোসাইটি। এছাড়াও ভাওয়াইয়া পরিবেশন করেন দার্জিলিং জেলার খরিবাড়ি থেকে আগত দাদা ভাই সম্প্রদায়।
কামতপুরী ভাষা আকাদেমির সদস্য পাসারুল আলম জানান, কামতপুরী ভাষার গানবাজনা ধরে রাখার জন্য দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কামতপুরী ভাষা আকাদেমির উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায়।
অনুষ্ঠানে এলাকার সংস্কৃতি প্রেমী মানুষের ঢল নামে। অনুষ্ঠানে আগামী কালের বিশেষ আকর্ষণ পাঁচালি,রং পাঁচালি এবং উত্তরবঙ্গের শতাব্দী প্রাচীন রাজধারী মুখোশ (মুখা গান)। উপস্থিত ছিলেন, কামতপুরী ভাষার লেখক সুভাষ নাথ,চেতন সিংহ,সুবল গোপ,অতুল সিংহ,দেবনারায়ন সিংহ প্রমুখ।