রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা দেওয়ানগঞ্জ বাজারের একমাত্র পার্কের
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: প্রায় পনেরো বছর আগে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ উচ্চতর হাই স্কুল (বাংলা মাধ্যমের) পাশে তৈরি হয়েছিল দেওয়ান পার্কটি । বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছে পার্কটি। তাছাড়া ছোটদের বিনোদনের জন্য দোলনা, স্লিপার সহ নানারকম খেলার সরঞ্জাম থাকলেও সবকিছুই এখন ভাঙাচোরা ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পার্কটির ভিতরে এখন ঠাই হয়েছে গরু ছাগলের সেখানে আবার কাপড় শুকোতে দেওয়া হচ্ছে। আগে বছরের বিশেষ বিশেষ দিনে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের ঘুরতে নিয়ে যাওয়া হত সেখানে। কিন্তু দীর্ঘদিন ধরে কোনওরকম সংস্কার না হওয়ায় মুখ ফিরিয়ে নিয়েছে সবাই। মিলন সেন নামে স্থানীয় এক দোকানদার জানান, একসময় খুব ভালো বেচাকেনা হত, কিন্তু এই পার্কটিতে কেউ না আসায় এখন তেমন ভাবে বেচাকেনা হচ্ছে না আমাদের।স্থানীয় চপ্পল রায়, ধ্রুব রায় প্রমুখ জানিয়েছেন, বছর ১৫ বছর আগে দেওয়ান গঞ্জ বাজারে তৈরি হয়েছিল এই পার্কটি। প্রথমদিকে সেটির ঠিকঠাক রক্ষণাবেক্ষণ হলেও বর্তমানে বেশ কয়ে বছর ধরে কোনওরকম সংস্কার হয় না। বিজেপির জলপাইগুড়ি জেলার সহ সভাপতি বঙ্কিমচন্দ্র রায় বলেন, বামফ্রন্টের সময়ে এই পার্ক গড়ে উঠেছিল। মানুষ সেখানে গিয়ে আনন্দ উপভোগ করতেন। কিন্তু বর্তমান তৃণমূল সরকারের আমলে এটি শ্মশানে পরিণত হয়েছে এবং সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠেছে। দেওয়ানগঞ্জের পার্কটি ছাড়াও আরও অনেক পার্ক শ্মশানে পরিণত হয়েছে। এগুলোকে রক্ষণাবেক্ষণ করে আকর্ষণীয় করে তুলতে কোনও উদ্যোগ নেই এই সরকারের। অন্যদিকে হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি নুপুর বর্মন বলেন, অনেক দিন আগে আমরা ওই পার্কটির বিষয়ে জেলা পরিষদের অফিসে পাঠিয়েছি খুব শীঘ্রই পার্কটির কাজ শুরু হবে।