মনীষী পঞ্চানন স্মৃতি পাঠাগার ও ভাওয়াইয়া কল্যাণ সমিতির পাঠ্য পুস্তক বিলি
ময়নাগুড়ি, ১৭ ফেব্রুয়ারি : ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানোর কথা মাথায় রেখে স্কুল ছাত্র ছাত্রীদের বই বিলি করলো জল্পেশ মনীষী পঞ্চানন বর্মা স্মৃতি পাঠাগার ও ভাওয়াইয়া কল্যাণ সমিতি। বুধবার জল্পেশে অবস্থিত ওই পাঠাগারে ছাত্র ছাত্রীদের এই পাঠ্য বই বিলি করা হয়। মূলত ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের এই পুস্তক তুলে দেওয়া হয়। এদিন প্রায় ২০০ জনেরও বেশি ছাত্র ছাত্রীরা হাতে এই বই তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন মনীষী পঞ্চানন বর্মা স্মৃতি পাঠাগারের সভাপতি রামমোহন রায়, সদস্য পরিমল রায়, শৈলেন্দ্র নাথ রায়, সুরজিৎ বর্মন সহ প্রমুখরা। এই প্রসঙ্গে পাঠাগারের সভাপতি রামমোহন রায় বলেন, ” গরীব দুঃস্থ ছাত্র ছাত্রীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা পাঠাগারের পক্ষ থেকে বই বিতরণ করলাম। প্রায় ২০০ এরও বেশি ছাত্র ছাত্রীদের হাতে আমরা পাঠ্য পুস্তক সহ আনুসাঙ্গিক কিছু বই তুলে দিলাম। আগামীতেও আমরা এই ধরণের কাজ করবো। এমনকি বেশি সংখ্যক ছাত্র ছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার চেষ্টা করবো।”