তেলিপাড়াত গঙ্গাজলের সাথে খেলা হবে শ্লোগান তৃণমূলের, বিজেপির দাবি এইটায় তৃণমূলের শ্যাষ খেলা
নিজ খবরিয়া, গয়েরকাটা: বিজেপির পরিবর্তন যাত্রার রথ তেলিপাড়া হয়া গয়েরকাটার শ্মশান ঘাটের আগিনাত হাজির হবার পর বিজেপির পক্ষ থাকি জনসভা করা হয়। তারপর সেই রথ নাগরাকাটা রহনা হয়। বিস্তিবার পরিবর্তন যাত্রার রথ ধূপগুড়ি ব্লক ছাড়ি চলি যাবার খবর পাবার পর ব্লকের সাকোয়াঝোড়া ১ অঞ্চলের তেলিপাড়া এলাকার তৃণমূল যুব কংগ্রেসের নেতাকর্মী সোদে থানীয় ২ পঞ্চাইত সদস্য মিলি এশিয়ান হাইওয়ে ৪৮ এর উপর ‘খেলা হবে’ শ্লোগান দিয়া গঙ্গাজল ছিটি শুদ্ধ করে ঐ এলাকা। ইয়ার নগতে ঐ এলাকাত দলের ঝান্ডাও নাগে দেয় তৃণমূল যুব সদস্যলা। তৃণমূল যুব কংগ্রেস নেতা সাইরুল ইসলাম, দুই পঞ্চাইত সদস্য কল্পনা মন্ডল, সীমা দাসের হাজির’ত এই কর্মসূচি করা হয়। তবে গয়েরকাটার বিজেপি নেতা নিমাই দেবনাথ তৃণমূল কংগ্রেসের নেতালার উদ্দেশ্যে কটাক্ষ করি কন, আগত তৃণমূল কংগ্রেস নেতার ঘর নিজের মনটাক শুদ্ধ করুক। উমুরা কন, তৃণমূল কংগ্রেস সাকোয়াঝোড়া ১ অঞ্চলের ভিতর অপসংস্কৃতি ধরি আইসছে, আগত এই ধরনের সংস্কৃতি ছিল না। মানিক বাবু তৃণমূলের খেলা হবে শ্লোগানের বিরুদ্ধে কন, হামরাও তৈরি আছি, একশো শতাংশ খেলা হবে, হামরা খেলামো গণতান্ত্রিক পথ’ত। এই খেলা হবে তৃণমূলের শ্যাষ খেলা।