পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের
নিউজ ডেস্ক: বিকেল সাড়ে চারটায় ভোটের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। এক কেন্দ্র শাসিত অঞ্চল সহ চার রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। ভোট ঘোষণা করার সঙ্গে সঙ্গে শুরু হল আদর্শ নির্বাচন বিধি। পশ্চিমবঙ্গে ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ, ভোট শেষ হবে ২৯ এপ্রিল। ভোটের ফল ঘোষণা হবে ২রা মে । পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে ৮ দফায়। উত্তরবঙ্গে ভোট শুরু হচ্ছে ১০ এপ্রিল। কোচবিহার,আলিপুরদুয়ারে ভোট ১০ এপ্রিল। জলপাইগুড়ি,কালিম্পং দার্জিলিং-এ ভোট ১৭ এপ্রিল। উত্তর দিনাজপুরে ২২ এপ্রিল। মালদায় দুই দফায় ভোট ২৬ ও ২৯ এপ্রিল। দক্ষিণ দিনাজপুরে ২৯ এপ্রিল।কেরালায় ১ দফায়, আসামে ৩ দফায়, তামিলনাড়ুতে ১ দফায় ও পুন্দুচেরীতে ১ দফায় ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে ভোট হবে। আসামের ১২৬টি, কেরালা ১৪০টি, তামিলনাড়ু ২৩৪টি, পুন্দুচেরীতে ৩০টি আসনে ভোট হবে। সারা দেশের মধ্যে একটি কেন্দ্রশাসিত অঞ্চল সহ চারটি রাজ্যের ৮২৪টি বিধানসভা কেন্দ্রে ভোট দেবেন ৮ কোটি ভোটার। পশ্চিমবঙ্গের ১লাখ ১হাজার ৯১৬টি বুথ কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। সম্পূর্ণ কোভিড বিধি মেনে এবারের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। বাড়ানো হয়েছে ভোটগ্রহণের সময়সীমা। এবার ভোট হবে গতবছরগুলি থেকে এক ঘন্টা বেশি। পশ্চিমবঙ্গে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনী কেন্দ্রগুলির ভোট গ্রহণ পর্ব ভোটের দিন ওয়েবকাস্ট করা হবে। বুথের ভিতরে থাকবে সিসিটিভি। অর্থাৎ সম্পূর্ণ নিরাপত্তা যেমন থাকছে তেমনি স্বচ্ছভাবে ভোট প্রক্রিয়া সম্পাদন করার জন্য বুথের ভিতরেও থাকছে সিসি ক্যামেরা। ভোটের সময় পশ্চিমবঙ্গে থাকবেন দুই জন বিশেষ পর্যবেক্ষক- বিবেক দুবে ও মৃণাল কান্তি দাস। রোড শো-তে ৫টি গাড়ি রাখতে পারবে দলগুলো। কোভিড সতর্কতা হিসেবে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্যানিটাইজার, মাস্ক রাখতে হবে। বয়স্ক ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ সুবিধা।