রাজ্য স্তরের প্রতিযোগীতায় পুরস্কৃত হলেন হলদিবাড়ীর ছাত্রী সহ দুই শিক্ষক-শিক্ষিকা
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ পূর্তি উপলক্ষ্যে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত রাজ্য স্তরের সাংস্কৃতিক প্রতিযোগীতায় পুরস্কৃত করা হল হলদিবাড়ির দুজন শিক্ষক এবং একজন ছাত্রীকে।হলদিবাড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী প্রদীপ্তা রায় অঙ্কন প্রতিযোগীতায় পুরস্কার পেয়েছেন । বক্সীগঞ্জ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শ্যামলি চক্রবর্তী গানে দ্বিতীয় স্থান অধিকার করেন।বানাচাঁদ জুনিয়ার বেসিক স্কুলের শিক্ষক অমিত রক্ষিত তাৎক্ষণিক বক্তৃতায় তৃতীয় স্থান অধিকার করেন। এদিন শিক্ষক সমিতির কোচবিহার জেলা সম্পাদক পার্থ প্রতীম ভট্টাচার্য্য এবং হলদিবাড়ি সার্কেল সম্পাদক আব্দুল জলিল সরকার তিনজনের হাতে পুরস্কার তুলে দেন। প্রসঙ্গত বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষ্যে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি।পুরস্কৃত হয়ে তিনজনেই জানান, ভালো লেগেছে এই উদ্যোগ, সমিতির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। সমিতির কোচবিহার জেলা সম্পাদক পার্থ প্রতীম ভট্টাচার্য্য জানান করোনা পরিস্থিতিতে বিদ্যাসাগর চর্চার উদ্দেশ্যে সমিতি এই প্রতিযোগিতার আয়োজন করেছিল। বাঁকুড়াতে হয়ে যাওয়া সমিতির রাজ্য সম্মেলনের সেমিনারে গোটা রাজ্যের স্থানাধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। হলদিবাড়ির এই তিনজন উপস্থিত থাকতে না পারায়, শনিবার তাদের হাতে পুরষ্কার হিসেবে বিদ্যাসাগরের একটি প্রতিকৃতি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। মনীষীদের নিয়ে চর্চার উদ্দেশ্যকে সামনে রেখে আগামীতে নেতাজীর ১২৫তম জন্মবর্ষ উপলক্ষ্যে এই জাতীয় অনুষ্ঠান করার পরিকল্পনা আছে।