প্রকাশিত হতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ প্রকাশিত হতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তবে ২৯৪টি আসনেই প্রার্থী ঘোষণা করা হবে না কি ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয় নি নির্বাচন কমিটি। তবে একটি সম্ভাবনার কথা জানা গেছে সূত্র মারফত। তা হল বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে দলীয় কোন্দল দেখা দিতে পারে বলে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। ইতিমধ্যেই ২৯৪ কেন্দ্রের প্রার্থী তালিকা তৈরি হয়ে গেছে। প্রার্থী তালিকা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগে গত ২৬শে ফেব্রুয়ারি দলের নির্বাচন কমিটির বৈঠক হয়। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে মোট ১৭৬৬৩ জন প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছেন। সূত্রের মারফত জানা গেছে নতুন-পুরোনো মিলিয়েই প্রার্থীর ঘোষণা হতে পারে। তবে তারপরেও থাকছে প্রার্থী তালিকায় চমক। বেশ কিছু জায়গায় নতুন মুখ থাকতে পারে পুরোনোদের পরিবর্তে। সূত্রের খবর, তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সিনেমা ও ময়দানের বেশ কয়েকজন নামী ব্যক্তি। নাম থাকতে পারে পরিচালক রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, সায়নী ঘোষ, কৌশানি মুখোপাধ্যায়, পিয়া সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক, জুন মালিয়ার মতো চিত্রতারকরা। প্রার্থী তালিকায় ক্রিকেটার মনোজ তিওয়ারির নাম থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রার্থী হতে পারেন বেশ কয়েকজন বিশিষ্ট চিকিৎসক ও অধ্যাপক। জোর দেওয়া হবে মহিলা প্রার্থীদের উপর। যদিও শেষমুহূর্তে কারা ঠাঁই পাবেন তৃণমূলের প্রার্থী তালিকায়? বাদ পড়বেন কারা? বোঝা যাবে তালিকা প্রকাশের পরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *