বামফ্রন্ট প্রার্থী পরেশ অধিকারী! জ্বলজ্বল করছে দেওয়াল লিখন
নিজস্বসংবাদদাতা, হলদিবাড়ি: পরেশচন্দ্র অধিকারীকে বাঘ চিহ্নে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন’ কথাটি অবিশ্বাস্য হলেও এখনও জ্বলজ্বল করছে ওই লেখা। হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্ৰাম পঞ্চায়েতের সিঞ্জার হাটের একটি মিষ্টান্ন ভান্ডারের দেওয়ালে এটি লেখা রয়েছে। গত বিধানসভা নির্বাচনে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী ছিলেন পরেশচন্দ্র অধিকারী। তবে, সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তারপরেও তাঁর নাম বামফ্রন্টের সঙ্গে রয়েছে। তা নিয়েই সমালোচনার ঝড় উঠছে বিভিন্ন মহলে।২০১৬ সালের বিধানসভা ভোটের সময় ওই দেওয়াল লিখন করা হয়। কিন্তু ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। তারপরও সেই দেওয়াল লিখন মোছা হয়নি কেন তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলের একাংশ। ওই দেওয়াল লিখনের ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে বামফ্রন্টের পার্টি অফিস। তা সত্ত্বেও এই ঘটনার ফলে স্বাভাবিকভাবেই স্থানীয় বামফ্রন্ট নেতৃত্বের সক্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে।ওই মিষ্টান্ন ভান্ডারের মালিক হরিদাস রায় বলেন, ‘পাঁচ বছরের বেশি সময় ধরে ওই দেওয়াল লিখনটি আছে। সেটি মোছার জন্য স্থানীয় বামফ্রন্ট নেতাদের বলা হবে।’ যদিও বামফ্রন্টের তরফে জানানো হয়েছে, দ্রুত ওই দেওয়াল লিখনটি মোছা হবে।