প্রার্থী তালিকা ঘোষণা হলো না তৃণমূলের, ঘোষণা হলো না প্রার্থী তালিকা ঘোষণার দিনক্ষণ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দিনভর জল্পনার অবসান। ঘোষণা হলো না তৃণমূলের প্রার্থী তালিকা। সাসপেন্স বজায় রেখে প্রার্থী ঘোষণার কোনো নির্দিষ্ট দিনের কথাও ঘোষণা করল না তৃণমূলের নির্বাচন কমিটি। গতকাল থেকেই হাওয়ায় ভাসছিল আজ আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে ২৯৪টি আসনেই প্রার্থী ঘোষণা করা হবে না কি ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে তা নিয়ে তখনও সিদ্ধান্ত নিতে পারে নি নির্বাচন কমিটি। তবে একটি সম্ভাবনার কথা জানা গিয়েছিল সূত্র মারফত। তা হল বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে দলীয় কোন্দল দেখা দিতে পারে বলে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। ইতিমধ্যেই ২৯৪ কেন্দ্রের প্রার্থী তালিকা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগে গত ২৬শে ফেব্রুয়ারি দলের নির্বাচন কমিটির বৈঠক হয়। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে মোট ১৭৬৬৩ জন প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছেন। সূত্রের মারফত জানা গেছে নতুন-পুরোনো মিলিয়েই প্রার্থীর ঘোষণা হতে পারে। তবে তারপরেও থাকছে প্রার্থী তালিকায় চমক। বেশ কিছু জায়গায় নতুন মুখ থাকতে পারে পুরোনোদের পরিবর্তে। সূত্রের খবর, তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সিনেমা ও ময়দানের বেশ কয়েকজন নামী ব্যক্তি। নাম থাকতে পারে পরিচালক রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, সায়নী ঘোষ, কৌশানি মুখোপাধ্যায়, পিয়া সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক, জুন মালিয়ার মতো চিত্রতারকরা। প্রার্থী তালিকায় ক্রিকেটার মনোজ তিওয়ারির নাম থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রার্থী হতে পারেন বেশ কয়েকজন বিশিষ্ট চিকিৎসক ও অধ্যাপক। জোর দেওয়া হবে মহিলা প্রার্থীদের উপর। যদিও শেষমুহূর্তে কারা ঠাঁই পাবেন তৃণমূলের প্রার্থী তালিকায়? বাদ পড়বেন কারা? বোঝা যাবে তালিকা প্রকাশের পরই। শেষ অবধি, উৎকন্ঠা বজায় রেখে কবে প্রার্থী তালিকা প্রকাশ পাবে তা নিয়ে সংবাদ মাধ্যমে কৌতুহলের সীমানা নেই। অবশ্য সংবাদমাধ্যমের সঙ্গে প্রেসার বাড়ছে ১৭৬৬৩ জনের।