ধর্ষণ-অপহরণ-খুন দেশের প্রথম স্থানে দুই রাজ্য উত্তরপ্রদেশ ও গুজরাট

তন্ময় দাস : খুন-ধর্ষণ,অপহরণ নিয়ে বেশ কয়েক বছর থেকে সর্বপ্রথম বিজেপির যোগীর উত্তরপ্রদেশ। নারী সুরোক্ষা নিয়ে বার বার শোনা যায় প্রধানমন্ত্রী কাছেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতও খুন-ধর্ষণ-অপহরণের পিছিয়ে নেই। এই দুই রাজ্য শুধু গত দু’বছরে প্রতিদিন গড়ে ২টি খুন এবং ৪টি করে ধর্ষণ হয়েছে! শুধু ধর্ষণ নয় অপহরণের ঘটনাও কম নয় বিজেপি শাসিত রাজ্যে প্রতিদিন গড়ে ৬টি করে অপহরণ হয়! খোদ রাজ্য সরকার বিধানসভায় যে তথ্য পেশ করেছেন, তা থেকেই এই হিসেব স্পষ্টউল্লেখ্, রাজ্য বিধানসভায় অপরাধের খতিয়ান পেশ করে সরকার, গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে অপরাধের হিসেব দেওয়া হয়েছে। যার নিরিখে গত দু’বছরে রাজ্যে ১৯৪৪টি খুন, ৩০৯৫টি ধর্ষণ, ৪৮২৯টি অপহরণ, এবং ১৮৫৩টি খুনের চেষ্টার ঘটনা ঘটেছে । তবে রাজ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে ১৪ হাজার। ধর্ষণে শীর্ষে আছে রাজধানী আমদাবাদ।দু’বছরে ৬২০টি ধর্ষণের ঘটে। শুধু এই সবে নয় লুটপাট এবং চুরিতেও সবার শীর্ষে রাজ্যের রাজধানী আমদাবাদ। খুনের ঘটনায় এগিয়ে সুরাত, দু’বছরে ২৮০টি খুনের সামনে এসে‌ছে। অপহরণ ৭০১টি।গুজরাটের অপরাধ মূলক ঘটনার হিসেবে জানতে চাত বিরোধী কংগ্রেস বিধায়ক,শেষমেশ রাজ্য সরকার বিধানসভায় হিসাব সামনে আনে তাতে স্পষ্ট , এই সমস্ত অপরাধের সঙ্গে জড়িত ৪০৪৩ জন অপরাধী এখনও পুলিশের নাগালের বাইরে। যে গুজরাটের মদ নিষিদ্ধ সেখানে ৬৮ কোটি টাকারও বেশি নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে রাজ্যের নানা প্রান্ত থেকে তাতেও আইনি পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে । উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ভারতে তৈরি বিদেশি মদও।ভোট ময়দানে প্রধানমন্ত্রী থেকে অন্যান্য বিজেপি কর্মী দের সোনার ‘গুজরাত’ মডেলের কথা শোনা যেত। নারী সুরোক্ষা ডাহা ফেল মোদির গুজরাটের বিজেপি সরকার।গুজরাতে অপরাধের এমন তথ্য সামনে আসার পরে বেশ অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। তাঁরা বিষয়গুলির সঙ্গে আর্থ-সামাজিক-সহ নানা প্রসঙ্গ টেনে আনলেও বিরোধীদের বক্তব্য, খুন-ধর্ষণ-অপহরণে যোগী আদিত্যানাথের উত্তরপ্রদেশের সঙ্গে পাল্লা দিচ্ছে মোদীর মডেল রাজ্য গুজরাত! বিজেপি-শাসিত দুই রাজ্যের অপরাধের ক্রমবর্ধমান হিসেব তুলে ধরে সরব হচ্ছেন বিরোধী নেতারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *