তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, উত্তরবঙ্গে বেশিরভাগ আসনে পুরণো মুখে ভরসা নেত্রীর

জগদা রায়: অবশেষে স্বস্তি। প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল এবারও পুরোনো রীতি মেনে শুক্রবারেই ঘোষণা করল প্রার্থী তালিকা। ২৯১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল। বাকি ৩টি আসন পাহাড়ের। গোর্খা জনমুক্তি মোর্চার জন্য ছেড়ে দেওয়া হয়েছে এই তিনটি আসন। প্রার্থী তালিকায় চমক। চমকের থেকেও বড় চমক হলো নন্দীগ্রামে লড়াই করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন-পুরোনো মিলিয়ে ২৯১টি আসনের নাম ঘোষণা করলেন তৃণমূল ভবনে। মহিলা ও পুরুষ প্রার্থী প্রায় সমান। আছেন অভিনেতা, অভিনেত্রী সহ একঝাঁক নতুন মুখ। টলিউড থেকে আছেন কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, অদিতি মুন্সী সহ ইন্দ্রনীল সেন, চিরঞ্জিত চক্রবর্তী প্রমুখরা। প্রার্থী হয়েছেন বিশিষ্ট দলিত লেখক মনোরঞ্জন ব্যাপারী। উত্তরবঙ্গে বংশীবদন, অতুল, বজলে রহমানরা কেউ প্রার্থী হতে পারলেন না। উত্তরবঙ্গে পুরোনো মুখ বেশি। গৌতম দেব, উদয়ণ গুহ, মিতালী রায়রা যেমন আছেন তেমনি নতুন হিসেবে আছে সুভাষ রায়, মনোজ বর্মন। ফালাকাটায় অনিল অধিকারীর মৃত্যুর ফলে তার জায়গায় এলেন সুভাষ রায়। ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারীর জায়গা হলো না। তার জায়গায় এলেন মনোজ বর্মন। অনন্তদেব অধিকারীর নাম বিজেপির সঙ্গে জড়িয়ে যাওয়াতেই টিকিট পেলেন না বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রে বংশীবদন দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু তারও জায়গা হলো না। যদিও মুখ্যমন্ত্রী আজ বললেন বংশী, অতুল সবাই তার পাশে আছে। কিন্তু তাদের নাম না থাকায় তারা কি করবেন সেটাই এখন বড় প্রশ্ন। একই প্রশ্ন নস্য শেখ উন্নয়ন পর্ষদের ক্ষেত্রেও উঠছে। তারা ৫টি আসন চেয়েছিলেন, কিন্তু একটাও পেলেন না। ফলে তাদের রাজনৈতিক অবস্থান কি হবে এখনও জানা যাচ্ছে না।

প্রার্থী ঘোষণার পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণার পর বলেন, খেলা হবে, দেখা হবে, জেতা হবে। বাংলায় শাসন করবে বাংলার মানুষ, বাংলায় বহিরাগত মানুষকে শাসন করতে দেওয়া হবেনা, বললেন মমতা। এইদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এবার স্মাইলি ইলেকশন হবে, স্মাইলি জিতবে তৃণমূল। এইদিন তৃণমূল ভবনে পার্থ চ্যাটার্জী, ফিরহাদ হাকিম সহ বেশ কয়জন রাজ্য নেতাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের ২৯১টি আসনের প্রার্থী ঘোষণা করেন দলনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *