ভোটের মুখে সরানো হল রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি লক্ষ মোহন রায়কে, দায়িত্বে এলেন কৃষ্ণ দাস ঘনিষ্ঠ বিধান

রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ: পঞ্চম দফার বিধানসভা ভোটের ঠিক এক মাস আগে হঠাৎ করে সরিয়ে দেয়া হলো রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লক্ষ মোহন রায়কে। তার জায়গায় নতুন ব্লক সভাপতি করা হয়েছে কৃষ্ণ দাসের খুব কাছের লোক বিধান রায়কে। এই ঘটনায় গোটা রাজগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূল কর্মীদের মধ্যে অনেকে আনন্দিত হলেও অনেকেই এই ঘটনায় ষড়যন্ত্র মনে করছেন। মুখে কিছু না বললেও এই ঘটনায় দৃশ্যত ক্ষুব্ধ সদ্য প্রাক্তন ব্লক সভাপতি লক্ষ মোহন রায়। তিনি বলেন তাকে একটা ফোন পর্যন্ত করা হয়নি, তার পদ থেকে অপসারিত করার জন্য। অনেকটা ব্যঙ্গাত্মকভাবে বলেন জেলা সভাপতি দক্ষ সাংগঠনিক লোক তিনি যেটা ভালো মনে করেন সেটাই করেছেন। দলের একজন সাধারণ সৈনিক হিসেবে তিনি সব সময় দলের হয়ে কাজ করে যাবেন। লক্ষ বাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জেলা সম্পাদকের পদ। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন রাজ্য থেকে নির্দেশ আশায় রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিকে অপসারণ করে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান ব্লক সভাপতি লক্ষ মোহন রায়কে গোটা জেলায় কাজে লাগাবার জন্য জেলা সম্পাদকের পদ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত ব্লক সভাপতি বিধান রায়কে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তিনি । দলের রাজগঞ্জ ব্লক সভাপতির দায়িত্বটাও একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। দলীয় প্রার্থীর হয়ে প্রচার কিভাবে করবেন, কয়দিন আগে দলীয় প্রার্থীকে মাতাল এবং বধু নির্যাতনকারী বলেছিলেন ? এই প্রশ্নের উত্তরে বিধানবাবু বলেন রাজ্যের সর্বত্র মমতা ব্যানার্জি প্রার্থী মমতা ব্যানার্জি এবং দলকে দেখেই তিনি মানুষকে ভোট দিতে বলবেন। এই ঘটনায় রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবং আগামী বিধানসভা নির্বাচনে এই ক্ষোভের আগুন ঝরে পড়তে পারে বলে মনে করেন দলের অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *