প্রচারে মুখোমুখি গিরীন্দ্রনাথ-সুশীল, তৃণমূল-বিজেপির প্রার্থী করলেন শুভেচ্ছা বিনিময়
সৌমিত্র বর্মন, ফুলবাড়ী: প্রচারে এসে মুখোমুখি বিরোধী দুই পক্ষের দুই প্রার্থী। সৌজন্য বিনিময় করে নজির সৃষ্টি করলেন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন ও বিজেপির প্রার্থী সুশীল বর্মন। বুধবার মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের ফুলবাড়িতে প্রচারে আসেন দুই প্রার্থী।বিজেপির প্রার্থী সুশীল বর্মন এদিন প্রথমে ফুলবাড়ি অঞ্চলের মোরঙ্গা বাজার দূর্গা মন্দিরে পুজো দিয়ে প্রচার করেন। সেখান থেকে ফুলবাড়ি পুরান বাজারে এসে দুর্গা মন্দিরে পুজো দিয়ে প্রচার করেন এবং তারপর তিনি তপসিতলায় তপসি ঠাকুকে পুজো দিয়ে ফুলবাড়ি পুরান বাজারে ফিরছিলেন। ওই সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন সিংয়েরবাড়িতে কর্মীসভা ও প্রচার সেরে ফুলবাড়ি পুরান বাজারে আসেন। আর সেখানেই দুই বিরোধী প্রার্থীর মুখোমুখি দেখা হয়। গাড়ি থেকে নেমে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। একে অপরেরকে হাতজোড় করে নমস্কার ও শুভেচ্ছা বিনিময় করেন।যখন রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে প্রচারে নেমেছেন, মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন ও বিজেপির প্রার্থী সুশীল বর্মনের মধ্যে দেখা গেল উল্টো চিত্র। কেউ কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করলেন না, শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে একে অপরকে হার্দিক অভিনন্দন জানালেন।