মনোনয়ন জমা দিলেন সুভাষ, একই দিনে ঘোষণা হলো প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী দীপক বর্মনের নাম

উৎপল রায়, ফালাকাটা: প্রার্থী তালিকা থেকে শুরু করে , প্রচার ও মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রেও এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস। আজ ফালাকাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষ রায় মনোনয়ন জমা দিলেন আলিপুরদুয়ার ডিএম অফিসে।আজকে প্রার্থী ছাড়াও সাথে ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি মৃদুল গোস্বামী,যুব সভাপতি বাবলু কর, জেলা সাধারন সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শুভব্রত দে, প্রদীপ মহুরি ,রতন সরকার প্রমূখ। ২০১৯ লোকসভা ভোটের ফলের নিরিখে বিজেপি ফালাকাটা এগিয়ে , কিন্তু ফালাকাটা আসন নিজেদের দখলে রাখতে মরিয়া তৃণমূল নেতৃত্ব তাই গোটা ব্লক চষে বেড়াচ্ছেন প্রার্থী ও ব্লক নেতৃত্ব। আজ ফালাকাটার শহরের বিভিন্ন মন্দিরে পুজা দেন সুভাষ বাবু।জয়ের ব্যাপারে তিনি বললেন ফালাকাটা বিধানসভায় তিনি জয়ী হবেন।এদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর নমিনেশন জমা দেওয়ার দিনে বিজেপির পঞ্চম ও ষষ্ঠ দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী দিল্লীতে বিজেপির সদর দপ্তরে ফালাকাটা বিধানসভার প্রার্থী ঘোষণা করেন। দীপক বর্মনকে প্রার্থী ঘোষণা করা হয়। ফালাকাটার দেওগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দীপক বর্মন। উল্লেখ্য বিজেপিতে ভূমিপুত্র প্রার্থী চাই পোষ্টার পড়েছিল বেশ কিছুদিন আগে। দীপক বর্মন প্রার্থী হওয়ায় বিজেপির সংখ্যালঘু কর্মী সমর্থকদের মধ্যে খুশির আবেগ দেখা গিয়েছে। আজ তিনি ব্লক বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে করে কৃতজ্ঞতা জানালেন কেন্দ্রীয়, রাজ্য, জেলা সভাপতি সহ সমস্ত নেতৃত্ব তথা কর্মীদেরও। তিনি জয়ের ব্যপারে নিশ্চিত এবং লিড ‌‌60 হাজারেরও বেশী হবে এই বিষয়ে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *