Breaking News:নিশীথ প্রামানিকের কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জল্পনায়,প্রহর গুনছেন দিনহাটাবাসী
রাহুল দেব বর্মন, দিনহাটা-
প্রসঙ্গত আজ সন্ধ্যা ৬ টায় কেন্দ্রীয় মন্ত্রী সভায় ঠাই পাওয়ার কথা রয়েছে উত্তরবঙ্গের তরুণ তুর্কি বিজেপি নেতা, দিনহাটা মহকুমা ভেটাগুরির বাসিন্দা তথা কোচবিহার জেলার সাংসদ নিশীথ প্রামানিক।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সব জল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করবেন নতুন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রীরা।
বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মোট ৮১ জন মন্ত্রী হতে পারেন। বর্তমানে ৫২ জন মন্ত্রী রয়েছেন। ২৯টি পদ ফাঁকা রয়েছে। এবার পূর্ণমন্ত্রীর পদ পেতে পারেন ছয় জন। নতুন মন্ত্রিসভায় কে ঠাঁই পাবেন? সেই বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল। যার উত্তর মিলবে আজ সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে।
তবে ইতিমধ্যে দিল্লীতে পৌঁছেছেন কোচবিহার জেলার সাংসদ নিশীথ প্রামানিক।
তার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা থাকার কারণে অপেক্ষার প্রহর গুনছেন দিনহাটা বাসী।
প্রসঙ্গত কোচবিহার জেলার দিনহাটা মহকুমা থেকে এর আগে রাজ্যের পূর্ণমন্ত্রী থাকলেও কেউ কেন্দ্রীয় মন্ত্রীসভায় ঠাই পাননি, কিন্তু দিনহাটার বাসিন্দা তথা কোচবিহার জেলার তরুণ তুর্কি বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের কেন্দ্রীয় মন্ত্রীসভায় ঠাই পাওয়া নিয়ে অধীর আগ্রহে প্রহর গুনছেন দিনহাটা বাসী।