PHE প্রকল্পের পাইপ লাইন আছে কিন্তু জল পাচ্ছেন না এলাকাবাসী,এমনি অভিযোগ মাদারিহাট ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীর
আবিদ হোসেন, মাদারিহাট, ১৮ মার্চঃ মাদারিহাট ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় PHE প্রকল্পের পাইপ লাইন আছে কিন্তু জল পাচ্ছেন না এলাকাবাসী।এমনি অভিযোগে সরব এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ বারবার পাইপ লাইন সারাইয়ের কাজ করা হলেও দীর্ঘ প্রায় দশ বছর পরেও জল পৌঁছাচ্ছে না এলাকায়।এদিকে রাস্তার ধারে পাইপ লাইন ফুটো হয়ে বেহাল অবস্থা হয়ে পড়েছে এলাকার রাস্তা ঘাট।পাইপ লাইনের জলের তোড়ে বড় বড় গর্ত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ১০৫ নম্বর পার্টের হাজীপাড়া এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, পাইপ লাইন সারাইয়ের নামে প্রতি বছরে টেন্ডার হয়, কিন্তু সমস্যার সমাধান হয় না।জলের সাথে অর্থের অপচয় হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের। তাদের আরো অভিযোগ ,এমনিতে চলাচলের একমাত্র রাস্তার অবস্থা বেহাল তার উপর পাইপ লাইনের জল জমে থাকে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ছে এলাকার মানুষ। দ্রুত ব্যবস্থা গ্রহন না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেন স্থানীয়রা।
এই বিষয়ে ১০৫ নম্বর পার্টের পঞ্চায়েত সদস্যার স্বামী ইউসুফ আলী জানান, বিষয়টি নিয়ে বারবার বিডিও কে বলা হয়েছে, কিন্তু কোনো সমাধান হয় নি,মানুষ জল পাচ্ছে না, মানুষ বিভ্রান্তির মধ্যে আছে।
এদিকে মাদারিহাট – বীরপাড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ রশিদুল আলম জানান, দীর্ঘ প্রায় দশ বছর ধরে PHE প্রকল্পের পাইপ লাইন রিপিয়ারিং করা হলেও তা আজ অবধি সফলতা পায়নি,তিনি অভিযোগ করে বলেন PHE দপ্তর স্থানীয় বিডিও সহ জন প্রতিনিধিদের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছাড়াই এই কাজ করছেন।ফলে শুধু খয়ের বাড়ি নয় গোটা ব্লকে এই সমস্যা সৃষ্টি হয়েছে।তাদের গাফিলতির ফলে সরকারি প্রকল্প থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন PHE প্রকল্পের আলিপুরদুয়ার একজিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত ধর। তিনি জানান,অভিযোগ ভিত্তিহীন, প্রতিনিয়ত বিডিও র সঙ্গে যোগাযোগ রাখা হয়। খয়েরবাড়ি এলাকায় মূলত দুটি জায়গায় এই সমস্যা রয়েছে, তবে তা দ্রুত সারাইয়ের ব্যবস্থা করা হবে।