TMC-এর বঙ্গ যাত্রা মাথাভাঙ্গাতে
বিদ্যুৎ কান্তি বর্মন,সিঙ্গিজানি:
মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বঙ্গধ্বনী যাত্রা করলেন কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা এলাকার বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মন। এছাড়াও এই দিনের বঙ্গধ্বনী যাত্রা উপস্থিত ছিলেন কোচবিহার জেলাপরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন সহ তৃনমূল কংগ্রেসর অন্যান্য নেতৃত্ববৃন্দরা। জানা যায় এদিন বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বাজার এলাকায় মিছিল মধ্যে দিয়ে সাধারণ মানুষের মধ্যে কার্ড বিলি করে বঙ্গধ্বনী যাত্রা সম্পূর্ণ করা হয়। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলার চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন জানান বঙ্গধ্বনী যাত্রার মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে সজাগ এবং সচেতন করা সাথে সাথে মুখ্যমন্ত্রীর 75 টি প্রকল্প সম্পর্কে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাতে উপকৃত হতে পারে তার প্রচার এই বঙ্গধ্বনি যাত্রার মধ্য দিয়ে। এবং এই সুযোগ সুবিধাগুলো যাতে পায় তার জন্য দুয়ারের সরকারের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নের কথা ভেবেই দিদির নিদেশে আজকে মাথাভাঙা দুই নং ব্লকের দ্বিতীয় দিনের এই বঙ্গধ্বনী যাত্রা রামঠেঙ্গা বাজার থেকে শুরু করে 5 নম্বর বাজার পর্যন্ত।