Virtual Rally নিয়া বৈঠক জোড়পাটকিত

সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,৮ জুন: বিজেপির পক্ষ থাকি আইসা কালি সাকাল ১১ টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরহ বিজেপির জাতীয় নেতা অমিত শা Virtual Rally করিবে। তায় আজি মাথাভাঙ্গা ১ নাম্বার ব্লকের জোড়পাটকি অঞ্চলের এক বিজেপি কর্মীর বাড়ির আদ্দোরত প্রস্তুতি বৈঠক হৈছে। এটে হাজির আছিল বিজেপির ৯ নাম্বার জেড পি মন্ডল গড়েয়া রাজীব সরকারের নগত বিজেপির নেতা কর্মীলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *