মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাংলাদেশে
বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব, শাহবাগ: ঢাকায় অদ্য ২০ ই আগস্ট রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় হিন্দু আইন পরিবর্তন প্রতিরোধ সম্মিলিত পরিষদের উদ্যোগে হিন্দু উত্তরাধিকার আইন পরিবর্তন চক্রান্তের প্রতিবাদে ৬৪ জেলায় প্রতিনিয়ত ঘটে যাওয়া হিন্দু নির্যাতনের প্রতিবাদ, সুষ্ঠু বিচার নিশ্চিত ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে এবং পবিত্র দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর সিনিয়র এ্যাডভোকেট ড. জে. কে. পাল। হিন্দু আইনজীবি পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুমন কুমার রায়। জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হিরেন্দ্রনাথ বিশ্বাস। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন রুপানুগ গৌর দাস ব্রহ্মচারী। প্রনব মঠের সংগীতানন্দ মহারাজ। এ্যাডভোকেট জয়া ভট্টাচার্য। দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ পরিষদের সভাপতি পিন্টু মিশ্র ও সাধারণ সম্পাদক সুভাষ বড়াল। জাগো হিন্দু পরিষদের সভাপতি অধ্যাপক সঞ্জয় বনিক। বিভিন্ন নেতৃবৃন্দ হিন্দু উত্তরাধিকার আইন পরিবর্তনের বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ জানান তারা। সনাতনী সমাজে বিবাহ চুক্তি নয়, এটা একটি পবিত্র ব্রত। এখানে দেবতাকে সাক্ষী রেখে বেদমন্ত্রের উচ্চারণের ঐশীবন্ধনে আবদ্ধ। সর্বশেষ সকল হিন্দু সম্প্রদায়ের সকল নেতৃবৃন্দ কালো আইন পাশ না করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।