কাজুয়া বৈঠক দুধ খাওয়া স্কুলত
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: দেওবার কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থাকি কোচবিহার জেলার ২ নাম্বার ব্লকের কর্মীলাক নিয়া খপাইডাঙ্গা অঞ্চলের দুধ খাওয়া স্কুলত করা হৈল বিশেষ কর্মী দরবার। এই দিনা সভাত হাজির আছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিমল বর্মন, কেন্দ্রীয় নেতা সন্তোষ বর্মন, অধির রায়, অপু বর্মন, মনোরঞ্জন রায়। কেন্দ্রীয় সদস্য সম্তোষ বর্মন কন, কামতাপুরের সব দাবি দাবা পুরনের বাদে উত্তরবঙ্গের প্রতিটা জেলার ডিএম অফিসত ডেপুটেশন দেওয়া হবে। যত দিন দাবি দাওয়া পূরণ হবে নাই ততদিন আন্দোলন জারি থাকিবে বুলি উমরা জানায়। কেএসও কেন্দ্রীয় মাড়েয়া অপু বর্মন কন, তাড়াতাড়ি কামতাপুরি ভাষায় পঠন পাঠন শুরু করিবা হবে, আর না হলে বড়সড় আন্দোলনত নামার হুশিয়ারি দিছে।