প্রশিক্ষণ শিবির
মহম্মদ রাসেল, ক্রান্তি: পশ্চিমবঙ্গ কৃষি বিপনন বিভাগের সুফল বাংলা উদ্যোগে আয়োজিত হয় কৃষি,মৎস্য, প্রাণী পালন বিষয়ে এক প্রশিক্ষন শিবির ক্রান্তি ব্লকের বারোঘরিয়াতে।এদিনের প্রশিক্ষন শিবিরে মৎস্য প্রাণী বিশেষজ্ঞ ও জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান রামসাই পশ্চিমবঙ্গ সরকারের ইন্দ্রনীল ঘোষ এলাকার পিছিয়ে পড়া কৃষক,মৎস্যচাষী,পশুপালন বিষয়ে প্রশিক্ষন দেয়।প্রশিক্ষন শিবিরে কি করে চাষ করে উন্নতি করা সম্বব সেবিষয়ে আলোচনা হয়।মৎস্য প্রাণী বিশেষজ্ঞ ও জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান রামসাই অধিকর্তা ইন্দ্রনীল ঘোষ জানান আমরা পিছিয়ে পড়া কৃষকদের প্রশিক্ষন মাধ্যমে তাদের কি ভাবে আয় বাড়ানো যায় এবং নিজেরাই স্বনির্ভির হতে পারেন এবং উৎপাদিত পণ্য বাজারজাত করে বেশি আয় কি করে সম্ভব সে বিষয়ে এক প্রশিক্ষন শিবির আয়োজন করেছি।উৎসাহী কৃষকদের সরকারি সহায়তা করা হবে বলে জানান তিনি।এদিনের প্রশিক্ষন শিবিরে মৎস্য প্রাণী বিশেষজ্ঞ ইন্দ্রনীল ঘোষ ছাড়া ও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা ফারমার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেড চেয়ারম্যান মন্টু দত্ত,চিফ এক্সেকিউটিভ অফিসার সুসেন মণ্ডল,জলপাইগুড়ি জেলার প্রগ্রেসিভ ফার্মার বিমল চন্দ্র মন্ডল প্রমুখ।প্রশিক্ষন শিবিরে কৃষকগণ প্রশিক্ষন নিয়ে উপকৃত হবেন বলে জানান।