কামাখ্যাগুড়ি হাই স্কুলের ৭৫তম বর্ষ পূর্তি উৎসবের দ্বিতীয় দিনের বিভিন্ন অনুষ্ঠান

দেবাশীষ রায় , কামাখ্যাগুড়ি, ১৮ ফেব্রুয়ারিঃ কামাখ্যাগুড়ি হাই স্কুলর ৭৫তম বর্ষ পূর্তি অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার অনুষ্ঠিত হৈল ম্যারাথন দৌড়, বসে আঁকো প্রতিযোগিতা ও ভেল্লা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সাকালে আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকের ভাটিবাড়ি থাকি ম্যারাথন দৌড় শুরু হয়। ১২ কিমি পথ পার করি কামাখ্যাগুড়ি কলেজহল্টত আশিয়া শেষ হয় ওই দৌড়। অন্যপাখে, মহিলাগিলার ম্যারাথন দৌড় শুরু হয় চিকলিগুড়ি থাকি। ৭ কিমি পথ পার করি কামাখ্যাগুড়ি কলেজ হল্টত আসি শেষ হয় ওই দৌড়। ১৭৮ জন পুরুষ আর্রোহ ২১ জন মহিলা মিলি মোট ১৯৯ জন ম্যারাথন দৌড়ত অংশ নেয়। পুরুষ বিভাগত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে সৌরভ রায়, অলোক রায় আর রাজু বর্মন। অন্যপাখে, মহিলা বিভাগত প্রথম, দ্বিতীয় আরোহ তৃতীয় হয় যথাক্রমে ঝিলিক বর্মন, কুইন বর্মন আর শুক্লা বর্মন। উমার হাতত স্কুলের তরফ থাকি পুরস্কার তুলি দেওয়া হয়। দুপুরের দিকত স্কুল প্রাঙ্গণত বসি আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রুপ ‘এ’-ত ৭৪ জন, গ্রুপ ‘বি’-ত ১৪৯ জন ও গ্রুপ ‘সি’-ত ১০ জন মিলি মোট ২৩৩ জন প্রতিযোগীত অংশ নেয়। গ্রুপ ‘এ’-ত প্রথম, দ্বিতীয় আর তৃতীয় হয় যথাক্রমে প্রিয়ম ভৌমিক, প্রীতম দাস আরোহ উৎসব ভাট। গ্রুপ ‘বি’-ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে স্মৃতা সাহা, ইশিতা মহন্ত আরোহ মায়াঙ্ক প্রামাণিক। গ্রুপ ‘সি’-ত প্রথম, দ্বিতীয় আরোহ তৃতীয় হয় যথাক্রমে সুমন সরকার, জিৎ সাহা আরোহ স্নিগ্ধা সাহা। উমাক সগাকে স্কুলের তরফ থাকি পুরস্কৃত করা হয়। সইন্ধ্যাবেলা ৭৫তম বর্ষ পূর্তি উৎসব এর বাদে মঞ্চত অনুষ্ঠিত হয় ভেল্লা সাংস্কৃতিক অনুষ্ঠান। অসমের গুয়াহাটি থাকি আইসা বিহূ নৃত্যদল উমার নৃত্যানুষ্ঠান পরিবেশন করে। আরোহ অসমের গোয়ালপাড়া থাকি আগত শিল্পীবৃন্দ উমার সঙ্গীত পরিবেশন কর। কামাখ্যাগুড়ি হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি অনিলচন্দ্র তালুকদার কন, ‘বৃহস্পতিবার রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র বিভাগের রাষ্ট্রমন্ত্রী ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করে। দ্বিতীয় দিনত ম্যারাথন দৌড়, বসে আঁকো প্রতিযোগিতা আরোহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জোগাড় করা হয়। ৭৫তম বর্ষ পূর্তি উপলক্ষত বছর ধরিয়া বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি করার পরিকল্পনা আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *