আগ্নেয়াস্ত্র উদ্ধার করিল পুলিশ
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: আরহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করিল ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পায়া আগ্নেয়াস্ত্র সদে এক গাভুর চপংরাক গ্রেফতার করিল পুলিশ। জানা যায় শুক্রবার গহিন রাতিত ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়া কাটাগর ৩৪ নম্বর জাতীয় সড়কত হানা দেয়। সেইঠে হানা দিয়া পুলিশ আগ্নেয়াস্ত্র সদে এক গাভুর চেংরাক গ্রেফতার করে। ধৃত গাভুর চেংরার নাম সেলিম সেখ। বয়স ২১, বছর। বাড়ি সুজাপুর ডাঙ্গা এলাকাত। জানা গেইছে ধৃত গাভুর চেংরা ছিনতাই করার উদ্দেশ্যত সেইঠে ঘুরাঘুরি করিছিল তার আগতেই গোপন সূত্রে খবর পায়া উমাক গ্রেফতার করা হয়। শনিবার ধৃতক মালদা জেলা আদালতত তুলা হইছে।