বাগানের ঘাট’ত অষ্টমীর গাও ধোওয়ার মেলা
ফালাকাটাঃ ডুডুয়া আর কলি নদীর পার’ত বাগানের ঘাট’ত জমি উঠিসে অষ্টমীর গাও ধোওয়ার মেলা। ফালাকাটা ব্লকের মালসাগাঁও এলাকার বাসিন্দালার উজ্জোগত মেলা বসিসে। শনিবার সাকাল থাকি ভিড় জমিসে নদীর পার’ত। বর্ষণতে নদীর জল বাড়িসে। তার উপুরা ম্যাঘমেঘালি দ্যাওয়া, ঠান্ডা বাও। দারুণ সুন্দর আবহাওয়া ডুডুয়া আর কলি নদীর পারের বাগানের ঘাট’ত। বাগানের ঘাট’ত এই দুইটা নদী একঠে নাগিসে। সেই জাগাতে মেলা বসিসে। মেলার উজ্জোগ কমিটির পাখ থাকি জানা গেইসে, থায়ী মন্দির বানানো হইসে, এইবছর মেলাত প্রচুর ভক্তের উপস্থিতি দেখা যাছে।