শামুকতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনত কুমারগ্রামের বিধায়ক।

দেবাশীষ রায়, আলিপুরদুয়ার, ২০ মেঃ ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার শামুকতলা গ্রাম পঞ্চায়েতের অধীন শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করিল কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাও। শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী দেখিবার কোনো ঘর নাই যার বাদে অন্তর বিভাগের পুরুষ ওয়ার্ডত রোগীর পাশত বসিয়া আউটডোর এর রোগী দেখি আইসেছে চিকিৎসকলা । প্রায় চার বছর যাবৎ গাছের নিচত আউটডোর টিকিট বিলি করা হচে নির্দিষ্ট কোনো ঘর না থাকিবার বাদে ।‌ কাঠের একটি ঘর আছিল কিন্তু সেইটাও ভাঙ্গি ফেলা হইসে সরকারিভাবে। ‌ আজি পর্যন্ত নতুন করি পাকা ঘর পায় নাই শামুকতলা স্বাস্থ্য কেন্দ্র। এমন অভিযোগ বিধায়ক এরঠে যাবার পরে শামুকতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনত যায় কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ। শামুকতলাত যায়া বিধায়ক নিজে বিজেপি নেতা বিপ্লব দাস আরহ ৫ নম্বর, ৬ নম্বর মন্ডলের নেতৃত্বলা কথা কয় চিকিৎসকের সাথত। গোটা বিষয়খান মুখ্যমন্ত্রীক জানাবে বিধায়ক কয়া জানায় এদিন শামুকতলাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *