গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী বৃদ্ধা

নিউজ ডেস্ক,ময়নাগুড়ি, ১২ নভেম্বর : বয়স প্রায় ৭০ বছর। বয়সজনিত কারণে শরীর প্রায় অচল। এই অবস্থায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন বৃদ্ধা। যন্ত্রণায় ঘুমাতে পারতেন না রাত্রিবেলা। এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা। শনিবার সকালে এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়িতে। ময়নাগুড়ি ব্লকের চর চূড়াভান্ডারের চৌকিদারের বাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। জানাযায় মৃত ওই বৃদ্ধার নাম সরবালা রায়। তার বয়স আনুমানিক ৭০ বছর। পরিবার সূত্রে জানা গেছে, সরবালা রায়ের দুই ছেলে থাকলেও তারা দুর্ঘটনায় মারা যান। এরপর তার সৎ ছেলের বাড়িতেই থাকতেন। বয়সজনিত কারণে এবং টিউমার রোগে আক্রান্ত ছিলেন ওই বৃদ্ধা। চিকিৎসা করালে চিকিৎসকরা ক্যান্সার রোগের কথা জানিয়েছেন। এদিকে দীর্ঘদিন বুকের যন্ত্রণায় ছটফট করলে রাতে ঘুমাতে পারেন না। এই অবস্থায় শনিবার ভোররাতে গলায় গামছা পেঁচিয়ে বাড়ির পাশের গাছে ফাঁস দেয়। সকালে বাড়ির লোক বাইরে বেরিয়ে এই ঘটনা দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাগুড়ি থানার পুলিশ মৃত দেহটি উদ্ধার করেছে। আজ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত বৃদ্ধার প্রতিবেশী বুলান রায় বলেন, " দীর্ঘদিন থেকে বুকের ব্যথা ছিল। এরপর ডাক্তার দেখালে টিউমার ধরা পড়ে। চিকিৎসা করাতে করাতেই চিকিৎসকরা বলেন তার ক্যান্সার হয়েছে। এদিকে বুকের ব্যথায় রাতে ঘুমাতে পারেননা। তাই হয়তো এই ঘটনা ঘটিয়েছেন তিনি।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *