জন্মজয়ন্তী পালন
নিউজ ডেস্ক ফালাকাটা:অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ফালাকাটা নগর ইউনিটের ময়রারডাঙ্গা বিস্তারকেন্দ্রে পক্ষ থেকে ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন করা হয় মঙ্গলবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এদিন ABVP পক্ষ থেকে ওই এলাকার খুদে ছাত্রছাত্রীদের খাতা কলম উপহার দেওয়া হয় বিরসমুন্ডার জন্মদিন উপলক্ষে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুর দুয়ার জেলা ABVP প্রমুখ গৌরাঙ্গ বসাক ,জেলা সহ প্রমুখ প্রসেনজিৎ বর্মন,জেলা সহ সংযোজক শুভজিৎ রায়,বিভাগ সংযোজক শ্যাম লোহার, উত্তরবঙ্গে প্রান্ত জনজাতি প্রমুখ সঞ্জু দনওয়ার সহ ফালাকাটা নগর ইউনিটিরABVP কার্যকর্তারা।