ফের পথ দূর্ঘটনায় চাঞ্চল্য
নিউজ ডেস্ক,ধুপগুড়ি:ফের পথ দুর্ঘটনা এবার কিন্তু ধুপগুড়ি শহরে নয়, এবার ধুপগুড়ি ব্লকের ১২ গরিয়া অঞ্চলের প্রাণকেন্দ্র কদমতলা বাজারে এক যুবকের মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে প্রচন্ড বেগে হেলমেট বিহীন রেলিং এ লেগে পথ দুর্ঘটনা এরকমই চিত্র ধরা পরল সাংবাদিকের ক্যামেরায় জানা গেছে বারঘরিয়া অঞ্চলের বাসিন্দা তিনি দুর্ঘটনা হওয়ার সাথে সাথে কদমতলা বাসি তাকে তৈরি করি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় জানা যায় ওই মোটর বাইক আরোহীর দুটি দাঁত ভাঙছে এবং মাথা ফেটেছে। এই ঘটনার জেরে কদম তলায় বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।