জটামারি এলাকায় বিজেপির পথ সভা
জটামারি এলাকায় পথসভা বিজেপির ,উপস্থিত মন্ডল সভাপতিমঙ্গলবার সন্ধ্যা ৫ টার দিকে শীতলকুচি ব্লকের খলিসামারি অঞ্চলের অন্তর্গত জটামারি এলাকায় পথ সভা করল বিজেপি, চাকরি চুরি ,রেশন চুরি ,১০০ দিনের কাজের টাকা চুরি, বার্ধক্য ও বিধবা ভাতার টাকা চুরি , প্রতি ঘরের জল ,কিষান সম্মান ,আয়ুষ্মান ভারত, আবাস যোজনায় দুর্নীতি অভিযোগ তুলে প্রতিবাদ ও বিজেপির ডাকে কলকাতা চলো অভিযানকে সফল করতে এই পথসভা বলে জানান বিজেপির নেতৃত্বরা,এই পথসভায় উপস্থিত ছিলেন ৬ নং মন্ডল সভাপতি মানস বর্মন, বিজেপির মহিলা মোর্চার মন্ডল সভাপতি মৌসুমী পাল ,বিজেপি মহিলা মোর্চার জেলা সহ সভানেত্রী বিউটি বর্মন, বিজেপি কিষান মোর্চার জেলা সাধারণ সম্পাদক প্রহ্লাদ বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা