স্ত্রীকে খু ন করে তার দেহাংশ নিয়ে ঘুরে বেড়ানো স্বামীকে গ্রেফতার করলো পুলিশ
ময়নাগুড়ি: স্ত্রীকে খু ন করে তার দেহাংশ নিয়ে ঘুরে বেড়ানো স্বামীকে গ্রেফতার করলো পুলিশ। শুক্রবার সকালে ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি এলাকায় রমেশ রায় নামের এক ব্যক্তি নিজের স্ত্রীকে খু ন করে তার দে হাং শ নিয়ে ঘুরে বেরিয়েছিল। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষয়টি শুনতে পেয়ে ময়নাগুড়ি থানায় খবর দেন। পুলিশ গিয়ে তদন্ত করে দেখেন রমেশ রায়ের ঘরে তার স্ত্রীর র ক্তা ক্ত দেহ পড়ে রয়েছে। দেহ উদ্ধা র করে পুলিশ ময় নাত দন্তের জন্য পাঠিয়ে দেন। এদিকে অভিযুক্ত স্বামী রমেশ রায়ের খোঁজে তল্লাশি শুরু করেন। তদন্তে নেমে প্রায় কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত স্বামীকে শিঙ্গিমারি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের কাছ থেকে পুলিশ উদ্ধার করেন শরীরের দেহাংশ। পুলিশ জানিয়েছেন ধৃত রমেশ রায়কে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠাবে পুলিশ।
