ব্যাংকান্দিতে স্ত্রীকে নৃ শংস ভাবে খু নের ঘটনার তদন্তে ফরেনসিক দল, এলাকায় আ ত ঙ্কের ছাপ
ময়নাগুড়ি, ২৩ আগষ্ট : স্ত্রীকে নৃ শং স ভাবে খু ন করে তার দে হাং শ নিয়ে ঘুরে বেরিয়েছিলেন স্বামী। এই ঘটনার পর পুলিশ মৃ ত দে হ উদ্ধার করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত স্বামী রমেশ রায়কে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনার তদন্তে শনিবার ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করেন এদিন। সেগুলি ল্যাবে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে এই ঘটনার পরেই এলাকায় আ ত ঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ধরনের নৃ শং স ঘটনায় কার্যত এলাকায় ভ য় ভী তির সৃষ্টি হয়েছে। সন্ধ্যার পরে বেশির ভাগ মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না বলেই জানিয়েছেন। যদিও, শনিবার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তায় বেশ কিছু বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়েছে।
