বংশীহারী ব্লকের ডোবাকুরি গ্রামে সাপের কা ম ড়ে মৃ ত্যু হল এক ব্যক্তির
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ডোবাকুরি গ্রামে সাপের কামড়ে মৃ ত্যু হল এক ব্যক্তির। মৃ তের নাম মজিবুর রহমান (৫৮)। জানা গেছে – গত ২৮শে আগস্ট রাত ১০ টা ৩০ মিনিট নাগাদ বাড়ির বারান্দায় শুয়ে ছিলেন তিনি। সেই সময় হঠাৎই তাকে সা পে কা ম ড়ায়। চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। প্রথমে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কালদিঘী গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর ২৯শে আগস্ট রাত ৯টার দিকে তার মৃ ত্যু হয়। আজ শনিবার দুপুরে মৃ ত দে হ ম য় না ত দ ন্তের জন্য বালুরঘাট পুলিশ ম র্গে পাঠানো হয়। হঠাৎ এই মৃ ত্যু র ঘটনায় গ্রামে নেমে এসেছে শো কের ছায়া।
