চাষের জমিতে ন র ক ঙ্কা ল উদ্ধার! ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য
মালদা: মালদায় চাষের জমিতে নরক ঙ্কা ল উদ্ধার! ন র ক ঙ্কা ল উদ্ধারের ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ও আ ত ঙ্ক ছড়াল মালদার রতুয়া থানার আইলপাড়া পূর্ব মাঠ এলাকায়। জানা গেছে, রতুয়ার আইলপাড়া পূর্ব মাঠে কিছুদিন আগে পর্যন্ত পাটের বড়ো বড়ো গাছ ছিল। কিন্তু বর্তমানে পাট কেটে সেই জমিতে কলাই চাষের তোড়জোর শুরু হয়েছে। তাই কলাই চাষের জন্য শনিবার সকাল থেকে জমি প্রস্তুতকরণের কাজ করছিলেন। ওই’ এলাকার মহম্মদ জাহিরুদ্দিন নামে এক চাষী। তিনি জমি প্রস্তুত করতে গিয়ে জমি চাষ করছিলেন। ওই সময় হঠাৎ করেই মাটির নিচ থেকে হাড়গোড় সমেত একটি নরকঙ্কাল উঠে আসে বলে খবর। তবে শুধু ন র ক ঙ্কা ল নয়। তার সঙ্গে একটি একটি চাকুয় এবং ওষুধের একটি খালি স্ট্রিপ উঠে আসে। যা দেখে তিনি রীতিমতো আ ত ঙ্কিত হয়ে পড়েন। এবং বিষয়টি অন্যদের জানান। ঘটনা জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। জমি মালিকের অনুমান সম্ভবত পাট চাষের সময় কেউ বা কারা কাউকে খুন করে দেহ মাটিতে পুতে রেখেছিল। সেই পুতে রাখা দেহ আজ ন র ক ঙ্কা ল হয়ে উঠে আসে। তাই তিনি এই ঘটনার সঠিক তদন্ত দাবী করছেন। এদিকে এই খবর পেয়ে রতুয়া থানার পুলিশ গিয়ে হাড়গোড় সমেত নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।
