দিনহাটা আদালতে নিশীথ প্রামাণিক, খু নে র মামলার হা জি রা কে ঘিরে কড়া নজরদারি
দিনহাটা : ২০১৮ সালের এক খু নের মামলার হাজিরা দিতে সোমবার দিনহাটা মহকুমা আদালতে হাজির হলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার আদালতে আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই চত্বর জুড়ে ছিল টানটান উত্তেজনা।
উল্লেখ্য, গত ২১শে আগস্ট একই মামলার হাজিরা দিতে এলে আদালত চত্বরে বিক্ষোভ ছড়ায়। এমনকি নিশীথ প্রামাণিকের গাড়িতে ডিম ছোড়ার ঘটনাও ঘটে। সেই সময় তিনি প্রকাশ্যে অভিযোগ করেছিলেন—তাকে খু নের চেষ্টা করা হয়েছে।
আজকের হাজিরাকে ঘিরে তাই আগাম প্রস্তুতি নেয় প্রশাসন। সকাল থেকেই আদালত এলাকা ঘিরে ফেলা হয় নিরাপত্তার বলয়ে। যে কোনও অ প্রী তি কর পরিস্থিতি এড়াতে ছিলেন উচ্চপদস্থ পুলিশ কর্তারাও।
আদালতে হাজিরা দেওয়ার পর বাইরে বেরিয়ে নিশীথ প্রামাণিক বলেন, “এটি নিছকই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। এই ধারায় দেশে এখনও পর্যন্ত কারও কোনও সা জা হয়নি। এর কোনও অস্তিত্ব নেই। খুব শিগগিরই আমি এই মা ম লার হাত থেকে অব্যাহতি পাব।”
