ফাঁকা আম বাগানে জঙ্গলে এক ব্যক্তির রক্তাক্ত মৃ ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
মালদাঃ এক ব্যক্তির র ক্তা ক্ত মৃ ত দে হ উদ্ধার। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর ক ব র স্থা ন মোড় এলাকায়। একটি ফাঁকা আম বাগানে জঙ্গলে পূর্ণ অসম্পূর্ণ বাড়ির বাইরে দে হ দেখতে পাই স্থানীয়রা।
তড়িঘড়ি খবর দেওয়া হয় মানিকচক থানায়। মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে এসে দে হ উ দ্ধা র করে।প্রথমে ওই মৃ ত ব্যক্তির পরিচয় না জানা গেলেও পড়ে পুলিশ ত দ ন্ত করে জানতে পারে মৃ ত ব্যক্তির নাম সারফরাজ মমিন,বাড়ি মানিকচক থানার গোপালপুরে মোমিন পাড়া এলাকায়।
দেহের মধ্যে একাধিক আ ঘা তের চি হ্ন রয়েছে বলে স্থানীয়দের বক্তব্য। ধা রা লো অ স্ত্র দিয়ে দেহে আঘাত করা হয়েছে বলে অনুমান। তবে খু ন না অন্য কোন ঘটনা তদন্ত করছে মানিকচক থানার পুলিশ। পুলিশ দে হ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। পাশাপাশি ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
