কাদো ঘাটা গ্র্যাভেল করার দাবি গাদেলের কুঠিত
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: কাদো ঘাটা টাক গ্র্যাভেল করার দাবি উঠিছে মাথাভাঙ্গা ১ নাম্বার ব্লকের শিকারপুর অঞ্চলের গাদেলের কুঠি গেরামত। জানা গেইচে, প্রত্যেক বাইষ্যাত রেবতীরমন ব্রীজ থাকি মিঞা বাড়ি পর্যন্ত ১ কিমি ঘাটা কাদোও ভর্তি হয়, তাতে হাজারো সমস্যা হয় ৫০০ ঝন মানষির। গ্র্যাভেল ঘাটার দাবি সংশ্লিষ্ট ব্লকের বিডিও অফিসত কইছে কিন্তুক কোন ঢক সমস্যার সমাধান হয় নাই। থানীয় অ্যাম্বুলেন্স চালক আজিজুল মিঞা কন মোর এক খান অ্যাম্বুলেন্স আছে কিন্তু এই ঘাটা টা দিয়া যাওয়া যায় না, তায় মোর গাড়ি নিগা বন্ধ হয়া গেইচে বুলি দাবি, আর থানীয় মানষি আমির হোসেন, আবু বক্কর সিদ্দিক কন এই নাকান চলিতে থাকিলে, হামা আন্দোলনত নামিমো বুলি হুঁশিয়ারি দিচে।