একশো দিনের কাজের সুপারভাইজার করোনা পজিটিভ, স্যানিটাইজ করা হইল গ্রাম, পঞ্চায়েত অফিস
রিপোর্টঃ তন্ময় রায়, খড়িবাড়ি,২ জুনঃ
সোমবার খড়িবাড়ি ব্লকের বাতাসী কোয়ারান্টাইন সেন্টারের ২ জন ক্যাজুয়াল স্টাফের করোনা পজিটিভ ধরা পড়ে। এমার বাড়ি বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকাত। যে দুইজনের করোনা পজেটিভ পাওয়া গেইসিলে অমার আশেপাশের এলাকা, বাড়ির পাশত এক বেহা বাড়ির অনুষ্ঠান ছিল সেই এলাকা আরহ জানা গেইসে যে ওই দুইজনের মধ্যে একজন একশো দিনের কাজের সুপারভাইজার ওইতানে পঞ্চায়েতের অফিস চত্বরত আজি প্রশাসনের উজ্জোগত স্যানিটাইজার করা হইল।