হামার চ্যানেলের খবরের জের, সাহায্যের হাত বাড়ে দিল রাজবংশী উন্নয়ন মঞ্চ
বিদ্যুৎ কান্তি বর্মন, সিঙ্গিজানি,৪জুন: বিতা ২জুন সরবলা বর্মন নামে মাথাভাঙ্গা ২ নং ব্লকের বড় শৌলমারী অঞ্চলের মুকুলডাঙ্গা গ্রামের এক অসহায় বৃদ্ধার খবর বিরায় হামার চ্যানেল এর মাধ্যম দিয়া ।সেই খবর দেখি বুড়িক সাহায্যর বাদে হাত বাড়ে দিল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের জটেশ্বর ইউনিট এর সদস্য গিলা। বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সদস্য রুপম সিংহ রায় কয় হামার চ্যানেলত এই খবর খান দেখি খুবে খারাপ নাগে ,পরে মুই হামার বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ গরেয়া নগত কথাকয়া হামার লোকাল কমিটির মধ্যে দিয়া সাহায্যর হাত বাড়ে দেই।হামা বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ কমিটির পক্ষ থাকি আজি চাউল,বিস্কুট,তেল সহ খাবার তুলি দিছি, সাধ্যমতন আরো বগলত থাকি চেষ্টা করিম।