বিশ্বের মরধ্যেত চার নাম্বার জাগা দখল করিল ভারত
নিউজ ডেস্ক, শিলিগুড়ি,১২ জুন: দিনাঙ দিনাঙ কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ির ধরিচে ভারতোত। ১৮ দিনের মরধ্যেত ১২ নাম্বার জাগা খান থাকি আস্তে আস্তে বিশ্বের ৪ নাম্বার জাগা খান দখল করিলেক ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর থাকি জানা গেইছে, আজিকার ২৪ ঘন্টায় দেশত আক্রান্তের সংখ্যা ৯৯৯৬ ঝন।
এলা দেশত মোট আক্রান্তের সংখ্যা সংখ্যা ২ লক্ষ ৯৮ হাজার, ২ শত ৮৩ ঝন মানষি, মরি গেইচে ৮ হাজার ৫ শত ১ ঝন, আর ভাল হৈছে ১ লক্ষ ৪৬ হাজার ৯ শত ৭২ ঝন মানষি। আজি ইংল্যান্ডক কাটে চার নাম্বার জাগা খান স্বমহিমায় দখল করিল ভারত।
বিশ্বের পইলা জাগা খান দখল করিছে আমেরিকা, মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৮৯ হাজার ৭০১ ঝন, তার মরধ্যেত মরিচে ১ লক্ষ ১৬ হাজার ৩৪ ঝন আর ভাল হৈছে ৮ লক্ষ ১৬ হাজার ৮৬ ঝন। দুই নাম্বার ব্রাজিল আর তিন নাম্বার জাগা খান রাশিয়ার।
কিন্তু একটা ভাল খবর, বিশ্বের মোট আক্রান্তের ৯০% ভাল হৈছে আর মোট আক্রান্তের ১০% মানষির জিউ গেইচে।
কয় দিন আগত চীনের এক গবেষণা দল থাকি কইছিলো জুনের মরধ্যা মরধ্যি দিনাঙ ভারতত ১৫ হাজার আক্রান্ত হবে, কথা টা খাটি যায় কিনা সেই পাকে সগায় তাকে আছে।