সেনাবাহিনীক পূর্ণ স্বাধীনতা দিল কেন্দ্র
নিউজ ডেস্ক: লাদাখে গালওয়ান উপত্যকাত চীন-ভারত সংঘর্ষ নিয়া বিতা কালি রাতি আলোচনাত বসিচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর চার হেভিওয়েট মন্ত্রী যথাক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সাথত বৈঠকত আছিল ভারতীয় সেনার চিফ জেনারেল এমএম নারাভানে। চীনের আগ্রাসনের বিরুদ্ধোৎ মোকাবিলা করির জৈন্যে সেনাবাহিনীক পূর্ণ স্বাধীনতা দিলেক কেন্দ্র।