চীনক ভাতে মারার চেষ্টা ভারতের!
সঞ্জয় কুমার বর্মন, শিলিগুড়ি: লাদাখ সীমান্তের কেচাল যে মেলা দূর যাবে সেটা আগে থাকি ট্যার পাওয়া গেইছে। বহুবার বৈঠক হৈলেও কোন ঢক সুরাহা হয় নাই। অন্য পাকে গোটায় দেশত চীনা পন্যের বয়কটের ডাক উঠিছে। এই নাকান পরিস্থিতিত চীনক ভাতে মারার চেষ্টা করিল ভারত। আজিকার রাতিত BSNL চীনের যন্ত্রপাতি ব্যবহার বন্ধ করির নির্দেশ দিছিলো। এই বার আর একটা চীনা সংস্থা থাকি ৫০০ কোটি টাকার বরাত কাড়ি নিল ভারত। বিতা ২০১৬ সালত মালগাড়ির লাইন বানে বার জৈন্যে বেজিং ন্যাশনাল রেলওয়ে রিচার্জ এন্ড ডিজাইন সংস্থা ৪৭১ কোটি টাকার বরাত পাইছিলো। কিন্তুক এই বার ঢিলেঢালা কাজের জৈন্যে বরাত বাতিল করিলেক ভারত। অন্য পাকে ভাতে মারার চেষ্টা করিল ভারতীয় বনিক গিলাও। উমরা চীনা পন্যের বয়কটের ডাক দিছে”CAIT” । এই বার সুড়ঙ্গ বানার বরাতো বাতিল হবার পায় বুলি নানান জাগত কানাঘুষা চলেছে।