চীনক সবক শিখির ধরিচে ভারত!বাতিল ৫৯ টা অ্যাপ
নিউজ ডেস্ক: লাদাখ সীমান্তত চীন আর ভারতের উত্তেজনার পাছত ভারত বাতিল করিল ৫৯ টা চাইনিজ অ্যাপস! কেন্দ্র থাকি কইচে, কোটি কোটি ভারতীয় মোবাইলত চাইনিজ অ্যাপস, যাতে দেশের মোবাইল আর ইন্টারনেট ব্যবহারকারী লার স্বার্থ সুরক্ষা করা যায়, তারে বাদে এই নাকান সিদ্ধান্ত বুলি জানা গেইচে। বাতিলের তালিকায় জাগা করিচে টিকটক,ইউসি ব্রাউজার, হ্যালো, শেয়ারিট, লাইক, উইচ্যাট,সেইন এর মতোন অ্যাপস লা।